জ্বর আসায় গৃহকর্মীকে বাবার বাড়িতে, চা শ্রমিকের পরিবার কোয়ারেন্টিনে

Moulavibazar_Map
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক চা শ্রমিক পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।



গতকাল তাদের ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। তাদের প্রতিবেশীরা বলেন, চা শ্রমিকের ছেলে সিলেটে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। কয়েকদিন আগে তার জ্বর ও কাশি হলে গৃহকর্তা তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

শমসেরনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও চা শ্রমিক নেতা সীতারাম বীন বলেন, বিষয়টি জানাজানি হলে বাগানে করোনা আতঙ্ক ছড়িয়ে পরে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা এসে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।

ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, যেহেতু ছেলেটি অন্য শহর থেকে এসেছে এবং তার জ্বর ও কাশি রয়েছে, তাই ওই পরিবারের সদস্যদের ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলার স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, তারা নজরদারিও করবেন।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago