করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে পাবনার ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাতে ঈশ্বরদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর ইসলাম তার বিরুদ্ধে মামলা করেন। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে ঈশ্বরদীতে থাকা বিদেশি নাগরিকদের মাধ্যমে করোনাভাইরাস ছড়াচ্ছে—ফেসবুকে এমন গুজব প্রচার করছিলেন যুবলীগ নেতা আব্দুস সালাম। এমনকি, রুশদের কারণে অনেক লোক ঝুঁকিতে এবং প্রশাসন এসব তথ্য গোপন করছে বলেও গুজব রটিয়ে স্থানীয় লোকজনকে খেপিয়ে তোলার চেষ্টা করছিলেন তিনি।
এ ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে সাধারণ জনগণের জীবন ও স্বাস্থ্যের কথা বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পারমাণবিক বিদ্যুৎপ্রকল্প এলাকাতেও পুলিশ শক্ত নিরাপত্তা দিচ্ছে।
Comments