স্টেশন থেকে অসুস্থ নারীকে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
পঞ্চগড় রেল স্টেশন থেকে অসুস্থ এক নারীকে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। জ্বর, সর্দি, কাশিতে ভোগা ওই নারীকে দেখে স্থানীয়রা প্রথমে থানায় খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আনার পর সতর্কতার সঙ্গে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সর্দি-কাশিতে ভুগছেন বলে তাকে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার বাড়ি দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আতহার সিদ্দিকী জানান, গতকাল রাত ১০টায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। খোলা আকাশের নিচে থাকায়, তার ঠান্ডাজনিত সর্দি-কাশি হয়েছে। হাসপাতালে ভর্তির সময় তার জ্বর ছিল না বলে, সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, মানুষের মধ্যে কিছুটা করোনা ভীতি কাজ করছে। তবে সচেতনতাও বেড়েছে। সুস্থ হলে পরিবারের সঙ্গে তাকে যোগাযোগ করিয়ে দেওয়া হবে বলে পুলিশ সুপার জানান।
Comments