১০০ দরিদ্র শিশুকে মাস্ক দিলেন ভ্যানচালকের দর্জি স্ত্রী

Lalmonirhat mask
লালমনিরহাট সদর উপজেলার উত্তর সাপ্টানা রায়পাড়া গ্রামের গরিব পরিবারের শিশুদের বিনামূল্যে মাস্ক দিচ্ছেন ভ্যানচালক সুধান জন্দ্র রায়ের দর্জি স্ত্রী মালতি রানী। ছবি: স্টার

লালমনিরহাট সদর উপজেলার উত্তর সাপ্টানা রায়পাড়া গ্রামের গরিব পরিবারের ১০০ শিশুকে মাস্ক দিয়েছেন গ্রামের সুধান জন্দ্র রায় নামের এক ভ্যানচালকের দর্জি স্ত্রী মালতি রানী।

গত চার দিনে তিনি এসব মাস্ক বিতরণ করেছেন শিশুদের মাঝে। বিনামূল্যে বিতরণের জন্যে তিনি আরও মাস্ক তৈরি করছেন নিজের সেলাই মেশিনে। মাস্ক পেয়ে শিশুরা খুশি। এসব মাস্ক ব্যবহার করছে তারা।

মালতি রানী (৩৩) তিন সন্তানের জননী। স্বামী ভ্যান চালিয়ে আয় করেন। তিনি নিজে বাড়িতে দর্জির কাজ করে সামান্য আয় করে তা দিয়ে সন্তানদের পড়াশুনার খরচ চালান।

করোনাভাইরাস বিস্তার রোধে তিনি বিনামূল্যে গরিব পরিবারের শিশুদের মাস্ক দিতে পেরে খুশি। তিনি তার আশপাশের গ্রামের গরিব পরিবারের শিশুদের মাস্ক দেওয়ার কথাও ভাবছেন।

নিজ বাড়িতে সেলাই মেশিন দিয়ে মাস্ক তৈরি করছেন মালতি রানী। ছবি: স্টার

পাশপাশি তিনি মাস্ক তৈরি করেও বিক্রি করছেন। স্বচ্ছল পরিবারের লোকজনের কাছে এসব মাস্ক বিক্রি করছেন ১৫ টাকায়। প্রত্যেকটি মাস্ক তৈরি করতে তার খরচ যায় ৪ থেকে ৫ টাকা।

‘আমি গরিব। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে করোনা মহামারি রোধে অংশগ্রহণ করেছি। শিশুদের ফ্রিতে মাস্ক দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আমরা সন্তান তাদের সঙ্গে মাস্ক পরে চলাফেরা করছে,’ জানালেন মালতি রানী।

মালতির স্বামী ভ্যানচালক সুধান চন্দ্র রায় (৩৮) জানালেন, এটা তার স্ত্রীর ভালো উদ্যোগ। এখন তিনি বাড়িতে বসা। বাইরে লকডাউন চলছে। সবকিছুই বন্ধ। কর্ম নেই, আয় নেই। তাই সংসারের ঘানি টানতে হিমশিম খেতে হচ্ছে তাকে।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago