স্বাস্থ্যকর্মীদের সমর্থনে মাথা ন্যাড়া ওয়ার্নারের, স্মিথ-কোহলিকেও আহবান
করোনাভাইরাসের বিরুদ্ধে গোটা বিশ্বজুড়েই নিরলস শ্রম দিয়ে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। ঝুঁকি তুচ্ছ করে কাজ করে যাওয়া এসব স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানাতে অভিনব উপায় বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ইন্সটাগ্রামে মাথা ন্যাড়া করার ভিডিও দিয়েছেন তিনি। সেই সঙ্গে সতীর্থ স্টিভেন স্মিথ ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকেও আহবান করেছেন একই কাজ করার।
মঙ্গলবার ইন্সটাগ্রামে মাথা ন্যাড়া করার ভিডিও পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, ‘যারা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়ছেন তাদের প্রতি সমর্থন জানাতে মাথা ন্যাড়া করার জন্য আমি মনোনীত হয়েছিলাম। আমার মনে হয় অভিষেকের সময় আমি শেষবার এটি (ন্যাড়া) করেছিলাম।’
ভিডিও পাশাপাশি একটি ছবিও পোস্ট করেন। তাতে ওয়ার্নার একই কাজ করার জন্য মনোনীত করেন স্মিথ, প্যাট কামিন্স, জো বার্নস, অ্যাডাম জাম্পা, মার্কাস স্টয়নিস, টিভি ব্যক্তিত্ব পিয়ের্স মরগ্যান, গলফার ট্রাভিস স্মিথ ও ভারত অধিনায়ক কোহলিকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোন একটা কাজ একজন করে তা অন্য বন্ধুদের মনোনীত করার একটা প্রথা চালু রয়েছে।
অস্ট্রেলিয়ায় প্রায় ৫ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ২১ জন। দ্রুত এটি ছড়িয়ে পড়ার শঙ্কায় দেশজুড়ে মানুষের চলাচল সীমিত করা হয়েছে।
Comments