দেশে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩

করোনাভাইরাসে দেশে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছয় । এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন তিন জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে।
Coronavirus-1.jpg
ছবি: রয়টার্স

করোনাভাইরাসে দেশে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছয়। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন তিন জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘আমরা প্রতিনিয়ত পিপিই বিতরণ করছি। আমরা ইতোমধ্যে ৩ লাখ ৩৯ হাজার ৪৫০টি পিপিই দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিতরণ করেছি। আমাদের কাছে পিপিই মজুদ রয়েছে।’

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন নয় জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এ নিয়ে বর্তমানে মোট আইসোলেশনে আছেন ৭৩ জন। নতুন পরীক্ষা করা হয়েছে ১৫৭ জনের, যার মধ্যে তিন জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে।

এক প্রশ্নের জবাবে ভাইরোলজিস্ট ডা. খন্দকার মাহবুবা জামিল বলেন, ‘কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, তবে তা মৃদু লেভেলে। আইইডিসিআরের নমুনার তথ্য দেখলে আপনি জানতে পারবেন কত শতাংশ করোনা পজেটিভ পাওয়া যাচ্ছে। সেটা আপনারা নিজেরাও হিসাব করতে পারবেন। সুতরাং, যদি কমিউনিটি ট্রান্সমিশন বেশি হতো তাহলে এর প্রায় সবগুলোতেই আমরা পজেটিভ পেতাম।’

ইতোমধ্যে ছয়টি জায়গায় পরীক্ষা করা শুরু হয়েছে জানিয়ে ব্রিফিংয়ে বলা হয়, পরীক্ষা আরও বাড়ানোর জন্য আরও বেশি কেন্দ্র চালু হওয়ার অপেক্ষায় আছে।

Comments