শ্বাসকষ্টে যুবকের মৃত্যু, শরিয়তপুরে ৫ পরিবার লকডাউন
শয়িরতপুরের নড়িয়া উপজেলার চেরাগ আলী বেপারি কান্দি গ্রামের পাঁচ পরিবারের ২৩ জনকে লকডাউনের আওতায় আনা হয়েছে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়ন্তী রূপা রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতরাতে শরিয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সংশ্লিষ্ট এলাকার ৩৫ বছরের এক যুবক মারা যাওয়ার ঘটনায় পাঁচটি পরিবারকে লকডাউন করে রাখা হয়েছে।’
মৃত ব্যক্তির আইইডিসিআর রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে বলেও জানিয়েছেন তিনি।
শরিয়তপুর সদর হাসপাতাল সুপার ডা. মুনীর আহমদ খান বলেন, ‘তীব্র শ্বাসকষ্টে ভোগার কারণে গতকাল সন্ধ্যা ৬টার দিকে ওই যুবককে আমরা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করি। পরে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।’
মৃত ব্যক্তির করোনা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানার জন্য নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন শরিয়তপুরের সিভিল সার্জন ডা. এস এম আবদুল্লাহ আল মুরাদ।
তিনি জানান, সতর্কতার অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা মৃত ব্যক্তিকে দাফন করেছেন।
Comments