ক্রিকেট সুরক্ষায় ইসিবির মোটা অঙ্কের আর্থিক প্যাকেজ
করোনাভাইরাসের হানায় খেলাধুলো বন্ধ। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এরমধ্যে। এই ধাক্কা আর কতদিন চলবে বোঝা দুষ্কর। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাই ক্রিকেট ও ক্রিকেটারদের সুরক্ষায় নিয়েছে বড় উদ্যোগ। মোটা অঙ্কের একটি আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে তারা।
ইসিবি প্রধান নির্বাহী টম হ্যারিসন জানিয়েছেন ৬ কোটি ১০ লাখ পাউন্ডের প্যাকেজ হাতে নিয়েছেন তারা। বাংলাদেশি টাকার অঙ্কে ৬৪০ কোটি টাকারও বেশি।
হ্যারিসন জানান ৪ কোটি পাউন্ড মিলবে দ্রুততম সময়ে। বাকি ২ কোটি ১০ লাখ তারা সংগ্রহ করবেন সহজ শর্তের ঋণ থেকে। এই অর্থ কীভাবে কাজে লাগানো হবে তা স্পষ্ট করেননি হ্যারিসন।
শোনা গিয়েছিল, সংকট কাটাতে চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন কাটতে পারে ইসিবি। তবে এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন বেন স্টোকসদের বেতন কাটার কথা ভাবছেন না তারা।
করোনাভাইরাসের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সামনের মৌসুম পুরোটাই ভেস্তে যাওয়ার শঙ্কা করছে ইসিবি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সূচির জট সামলাতেও অভিনব এক চিন্তা করে রেখেছে ইংল্যান্ডের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। টেস্ট ও টি-টোয়েন্টিতে আলাদা দুই দল করে একই সময়ে দুই সংস্করণের খেলা আয়োজনের ভাবনা আছে বোর্ডের।
এছাড়া আর্থিকভাবে লাভবান প্রজেক্ট হওয়া দ্য হ্যান্ড্রেড ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট দুটি আগে করার পরিকল্পনা তাদের।
Comments