‘করোনা-তর্কে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
নারায়ণগঞ্জের সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শরীফ মাদবর (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
পূর্ব-বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের ধারণা। তবে এলাকাবাসীর দাবি, করোনাভাইরাস নিয়ে তর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
বুধবার দুপুরে উপজেলার আদর্শনগর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত শরীফ আদর্শনগর এলাকার আলাল মাদবরের ছেলে। সে এখানে হার্ডওয়্যারের ব্যবসা করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ সকালে তার ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছিলেন। সেসময় স্থানীয় কয়েকজন যুবক এসে করোনার জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে তারা শরীফকে মারধরের পর ছুরিকাঘাত করে। এতে শরীফ মাটিতে লুটে পড়লে যুবকরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা এসে শরীফকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, দোকান নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে পূর্বের বিরোধ ছিল শরীফের। ওই বিরোধের জের ধরে আজকে ফাঁকা পেয়ে ওই যুবকেরা ছুরিকাঘাতে শরীফকে হত্যা করে।
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
Comments