করোনা সন্দেহে ঢাকায় পাঠানো হলো সরকারি কর্মকর্তাকে
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার এক সরকারি কর্মকর্তাকে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে সরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ওই কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।
তিনি জানান, করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কিট তাদের কাছে না থাকায় ওই কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল বিকেলে শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকার সংবাদ পেয়ে বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে গিয়ে সরকারি ওই কর্মকর্তার বাড়িতে লাল পতাকা টাঙিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরোয়ার জানান, ওই কর্মকর্তা তার কর্মরত এলাকা আখাউড়ায় ইতালিফেরত প্রবাসীদের সংস্পর্শে এসেছিলেন। তখন তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। কিন্তু, তিনি কোয়ারেন্টিন না মেনে নিজ বাড়িতে চলে আসেন।
সেজন্য সবাইকে সচেতন করতে বাড়ির সামনে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়, বলে জানান তিনি।
Comments