১১ এপ্রিল পর্যন্ত ছুটি

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান সাধারণ ছুটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে জরুরি সেবার সঙ্গে যুক্ত নয় এমন সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
ছুটি বাড়িয়ে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন ও অফিস বন্ধের কথা ঘোষণা করেছিল। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটি বাড়ানোর কথা জানিয়েছিলেন।
Comments