সাতক্ষীরায় ৪২ বস্তা সরকারি চাল কালোবাজারে, ডিলার গ্রেপ্তার
সাতক্ষীরার আশাশুনির বড়দল বাজারের একটি গুদাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৪২ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম চালসহ ডিলার মুজিবর সানাকে আটক করেন।
আব্দুস সালাম জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির—কেজিপ্রতি ১০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চাল মুজিবর সানা কালোবাজারে বিক্রি করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় বরদল বাজারের শাহাজাহান আলী গাজীর গুদাম থেকে ১২৭০ কেজি চাল জব্দ করা হয়।
তিনি জানান, গুদাম মালিক শাহজাহান আলী গাজী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ডিলার মুজিবর সানা ও পলাতক গুদাম মালিক শাহজাহান আলী গাজীর বিরুদ্ধে থানার উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদি হয়ে মামলা করেছেন। মুজিবর সানাকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Comments