ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ১
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়নাল আবেদীন (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও ৫০, বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাত আনুমানিক পৌনে ১১টার দিকে সীমান্তের ৩৭৯নং পিলারের কাছে ভারত ভূ-খণ্ডে জয়নাল আবেদীনের মৃত্যু হয়। তিনি বাংলাদেশের নাগরিক হলেও গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুর পাঞ্জিপাড়ায় শ্বশুর বাড়িতে বসবাস করেছিলেন বলে শোনা যাচ্ছে। আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, জয়নাল আবেদীনের বাড়ি রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদ এলাকায়। তার বাবার নাম মফিজ উদ্দীন। গত রাতে তিনি ভারতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায়।
Comments