দেশে করোনা পরিস্থিতি নিরূপণে ১০০০ নমুনা পরীক্ষা আগামীকালের মধ্যে
দেশে করোনা পরিস্থিতি নিরূপণে আগামীকালের মধ্যে অন্তত ১০০০ নমুনা পরীক্ষা করতে যাচ্ছে সরকার।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘আজকে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি নির্দেশনা পেয়েছি। ইতোমধ্যে আমাদের মহাপরিচালক ঢাকাসহ প্রত্যেকটা বিভাগের পরিচালক এবং সব সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছেন যেন আজকের মধ্যে প্রত্যেকটি উপজেলা থেকে কমপক্ষে দুইটি করে নমুনা সংগ্রহ করা হয়।’
‘(নির্দেশনায় আরও বলা হয়েছে) আমরা যেন আজকের ভেতরে অন্তত ১ হাজার নমুনা সংগ্রহ করতে পারি এবং আগামীকাল সেগুলো পরীক্ষা করতে পারি,’ যোগ করেন ডা. মো. হাবিবুর রহমান।
Comments