সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান মারা গেছেন
সাবেক ভূমিমন্ত্রী, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ক্যানসার, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন শামসুর রহমান। বেশকিছুদিন ধরে তিনি ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে বর্ষীয়ান এই রাজনীতিবিদ স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরপর পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
Comments