হোম কোয়ারেন্টিনে বৃদ্ধের মৃত্যু, ১৫ বাড়ি লকডাউন

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা ৭০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ওই ব্যক্তির বাড়িসহ ১৫টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন বলেন, গতকাল রাতে ওই ব্যক্তি মারা গেছেন। কয়েক দিন থেকে তিনি জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও গলাব্যথায় ভুগছিলেন। গতকাল রাত পৌনে ৮টার দিকে তিনি মারা যান। রাতেই তার মরদেহ দাফন করা হয়েছে। তার অসুস্থতার সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উপসর্গ মিলে যাওয়ায় ১৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী ইতালিফেরত যুবক তাদের বাড়িতে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই ওই বৃদ্ধ আক্রান্ত হন।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার বলেন, ওই ব্যক্তি বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। তাই তার বাড়িসহ আশেপাশের ১৫টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে আজ সকালেই ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না।

Comments

The Daily Star  | English
earthquake in Bangladesh

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake was at a depth of 10 km (6.21 miles), GFZ said.

2h ago