বেদে, তৃতীয় লিঙ্গের মানুষসহ ৪০০ দরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটির সময়ে নোয়াখালীতে বেদে, তৃতীয় লিঙ্গের মানুষসহ ৪০০ দরিদ্র পরিবারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করেন তিনি।
বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ বেদে পল্লী, চৌমুহনী চৌরাস্তার বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকার তৃতীয় লিঙ্গের মানুষ ও চৌমুহনীর ছিন্নমূল এবং হত দরিদ্রদের মাঝে এগুলো বিতরণ করা হয়।
এ ছাড়াও চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সদর, সুবর্ণচর ও হাতিয়া থানার ওসিদের মাধ্যমে এসব উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী সাধারণ ছুটি চলছে। এসময় বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের মানুষ ও খেটে খাওয়া মানুষকে কাজের অভাবে অর্ধাহারে অনাহারে দিন পার করতে হচ্ছে। তাদের কথা বিবেচনা করে নিজের সাধ্য অনুযায়ী এসব পরিবারের কাছে ত্রাণ সামগ্রী ও স্যানিটাইজার বিতরণ করছি।’
এ সময় তার সঙ্গে ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান শেখ, বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, পরিদর্শক (তদন্ত) নূরে আলম ও পুলিশ পরিদর্শক মিজানুর রহমান পাঠান।
Comments