ঘরে থাকুন: চাঁদপুরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সাধারণ ছুটিতে মানুষজনের ঘরে থাকা নিশ্চিতে কঠোর অবস্থানে চাঁদপুর পুলিশ। ছবি: স্টার

করোনাভাইরাসের বিস্তার রোধে জনসাধারণকে ঘরে রাখতে, চাঁদপুরে কঠোর অবস্থানে পুলিশ। তাদের সঙ্গে সদর উপজেলায় তিন জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দলও কাজ করছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহরের প্রবেশপথ বাবুরহাট এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। 

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী, প্রথম থেকে কঠোর অবস্থানে থাকলেও অনেকেই ঘরে থাকার বিষয়টি মানছিলেন না।

শুধু শহরে নয়, ইউনিয়নগুলোতেও মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে অভিযান চলবে বলে জানান তিনি।

নির্দেশনা না মানায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুলিশ বেশ কিছু যানবাহন আটক করে জরিমানা করা হয়।

 

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

1h ago