মোটরসাইকেল কিনতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ
নোয়াখালীতে মোটর সাইকেল কেনার জন্য এক লাখ টাকা নিয়ে ঘর থেকে বের হয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ আছেন পারভেজ হোসেন (২৪)।
তিনি চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রংমিস্ত্রী।
তিনি থাকতেন বেগমগঞ্জের আমান উল্যাপুরে বড় বোনের বাড়িতে। গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মুঠোফোনে কথা বলে ঘর থেকে এক লাখ টাকা নিয়ে বেরিয়ে যান। ওই টাকা দিয়ে তার মোটরসাইকেল কেনার কথা ছিল।
কিন্তু, তারপর থেকে এখনও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের মানুষ অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাননি।
পারভেজের বড় বোন পারুল বেগম জানান, পারভেজ মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে রাতে ঘর থেকে বের হয়। এসময় সে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে মুঠোফোন কথা বলে সিএনজি চালিত অটোরিক্সা করে বেগমগঞ্জ উপজেলার কালাপোল এলাকায় যান। তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোন দুটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
এ ঘটনায় পারভেজের বাবা গত মঙ্গলবার বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘পারভেজের নিখোঁজ হওয়ার ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ জিডির তথ্য অনুযায়ী খোঁজ খবর নিচ্ছে।’
Comments