লাইনে দাঁড়াতে সংকোচবোধ করলে সহায়তা বাড়িতে
নিম্নআয়ের মানুষসহ যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ সহায়তা নিতে সংকোচ বোধ করেন, তাদের অগ্রাধিকার তালিকা তৈরি করে বাড়ীতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।
এ ব্যাপারে আজ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় দেশের সব জেলা প্রশাসকদের উদ্দেশ্যে নির্দেশনা পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচ বোধ করেন তাদের আলাদা তালিকা প্রস্তুত করে বাসা-বাড়ীতে খাদ্য সহায়তা পৌঁছে দিতে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
এছাড়া এতে বেসরকারি ও সরকারি ত্রাণের মধ্যে সমন্বয়সহ সামাজিক দূরত্ব রক্ষার জন্য সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।
Comments