করোনায় বিশ্বে অর্ধলক্ষ মানুষের মৃত্যু
মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন, ৯ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪৬ হাজার। একদিনে মারা গেছেন ৩ হাজারেরও বেশি মানুষ।
করোনাভাইরাসে বিশ্বব্যাপী সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ লাখ ২৬ হাজার ৩৩৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫ হাজার ৩৩৪ জন।
এদিকে, করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯৫০ জন মারা গেছেন। এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। করোনাভাইরাসে স্পেনে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ২৪২ জন আক্রান্ত হয়েছে।
এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৪২ জন।
Comments