করোনার বিরুদ্ধে একতা দেখাতে ৯ মিনিট প্রদীপ জ্বালানোর আহ্বান মোদির

আগামী ৫ এপ্রিল রাত নয়টায় সবাইকে ঘরের সব আলো বন্ধ করে দরজা বা বারান্দায় দাঁড়িয়ে নয় মিনিট প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে একতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

আগামী ৫ এপ্রিল রাত নয়টায় সবাইকে ঘরের সব আলো বন্ধ করে দরজা বা বারান্দায় দাঁড়িয়ে নয় মিনিট প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে একতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ আহ্বান জানান বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন মেনে মানুষ ঘরে বসে লড়াই করছেন বলে মন্তব্য করেন মোদি। সে জন্যে তিনি তাদেরকে ধন্যবাদ জানান।

গত ২৪ মার্চ ভারতে ২১ দিনের লকডাউন করার ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী। তার আগে দেশব্যাপী একদিনের জনতার কারফিউ আহ্বান করেন তিনি।

গতকাল নরেন্দ্র মোদি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে লকডাউন শেষে মানুষের নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা কথা বলেন।

তিনি বলেন, ‘লকডাউন শেষে মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সামগ্রিক পরিকল্পনা নেওয়া জরুরি।’

সে সময় তিনি করোনাভাইরাসের বিরুদ্ধে সব রাজ্যকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

ভারতে সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে ১ হাজার ৯৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫০ জন।

Comments

The Daily Star  | English
PSC question leaks

PSC question paper: Probe body finds no evidence of leaks

AN investigation committee by the Public Service Commission (PSC) to probe allegations of question paper leak has found no evidence of such incident

53m ago