‘করোনায় যারা সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন তারা সুস্থ-স্বাভাবিক’
দেশে করোনায় আক্রান্ত ৬১ জনের মধ্যে এখন পর্যন্ত ২৬ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। যারা সুস্থ হয়েছেন, তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তিনি তথ্য দেন।
করোনায় আক্রান্ত হওয়ার পর যারা সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন তারা কি পুরোপুরি সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন নাকি তাদের অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হচ্ছে?— ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের যে জ্ঞান, শুধু আমাদের না, সারা পৃথিবীর যে জ্ঞান (কোভিড-১৯ সংক্রান্ত) সেই জ্ঞান অনুযায়ী তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি স্বাভাবিক মানুষ।’
Comments