করোনায় আক্রান্ত নন ব্রাহ্মণবাড়িয়ার সেই সরকারি কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সেই সরকারি কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ওই সরকারি কর্মকর্তাকে আইসোলেশনে রেখে নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার শরীরে করোনাভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এবার তিনি বাড়িতে যেতে পারবেন।
গত ৩১ মার্চ হোম বিকেলে হোম কোয়ারেন্টিন না মানায় ওই সরকারি কর্মকর্তার বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয় উপজেলা প্রশাসন। এ ছাড়া তাকে ও তার বাবাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয় স্বাস্থ্য বিভাগ। গত ১ এপ্রিল দুপুরে নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়।
এর আগে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন সরোয়ার দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘ওই সরকারি কর্মকর্তা আখাউড়ায় ইতালি ফেরত প্রবাসীদের সংস্পর্শে এসেছিলেন। এ জন্য তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা না মেনে বাঞ্ছারামপুরে গ্রামের বাড়িতে চলে আসেন। স্থানীয়দের সচেতন করতে তার বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়।’
Comments