৩ হাজার বন্দির মুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়নি
কারাগারে বন্দি তিন হাজার কয়েদি ও হাজতির মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কারা কর্তৃপক্ষের প্রস্তাবনাও হাতে আসেনি বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।
আজ শুক্রবার আইনমন্ত্রী আনিসুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, কয়েদি ও হাজতিদের জামিনে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের পাঠানো প্রস্তাবনা এখনো আমার দপ্তরে পৌঁছেনি। সেই প্রস্তাবনা যাচাই ও আইনি প্রক্রিয়া বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইন মন্ত্রণালয় কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে জানতে চাইলে আইনমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘আগে প্রস্তাবনা হাতে আসুক, তারপর মন্তব্য করা যাবে।’
বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দি রয়েছে। যে কারণে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে জামিনযোগ্য অপরাধে বন্দি তিন হাজার কয়েদি ও হাজতিকে জামিনে মুক্তি দেওয়ার প্রস্তাব করেছে কারা কর্তৃপক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দ্য ডেইলি স্টারকে বলেন, সংক্রমণের ঝুঁকি এড়াতে কয়েদি ও হাজতিদের অল্প সময়ের জন্য জামিনে মুক্তি দেওয়া হতে পারে।
Comments