লকডাউনে যমজ শিশুর জন্ম, নাম করোনা-কোভিড
করোনাভাইরাসের (কোভিড-১৯) নামে যমজ সন্তানের নামকরণ করেছেন ভারতের এক দম্পতি। দেশটিতে লকডাউন চলাকালে জন্ম নেওয়া মেয়ে শিশুর নাম ‘করোনা’ ও ছেলে শিশুর নাম রাখা হয়েছে ‘কোভিড’। গত ২৭ মার্চ ছত্তিশগড় রাজ্যের রায়পুরে এই যমজের জন্ম হয়।
ওই দম্পতি জানান, ২৬ মার্চ গভীর রাতে সন্তান প্রসবের আগে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে হাসপাতালে যেতে হয়েছিল। অবশেষে সফলভাবে সন্তান জন্ম দিতে পেরেছেন ওই মা।
শিশুদের মা প্রীতি ভার্মা (২৭) বলেন, ‘গভীর রাতে প্রসব যন্ত্রণা শুরু হবার পর আমার স্বামী কোনোমতে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। লকডাউনের কারণে রাস্তায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বিভিন্ন স্থানে পুলিশ আমাদেরকে থামায়। অবশেষে কোনোরকমে আমরা হাসপাতালে পৌঁছতে পারি। সৌভাগ্যক্রমে ওই জরুরি সময়ে হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য কর্মীরা খুব সহযোগিতা করছেন। আমাদের আত্মীয়স্বজন, যারা হাসপাতালে আসতে চেয়েছিলেন, লকডাউনের কারণে বাস ও ট্রেন চলাচল বন্ধ থাকায় তারা কেউই আসতে পারেননি।’
সন্তানদের এমন নামকরণের বিষয়ে প্রীতি বলেন, ‘অবশ্যই এই ভাইরাস বিপজ্জনক ও প্রাণঘাতী। তবে এর প্রকোপজনিত কারণে মানুষ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা শিখেছে, স্বাস্থ্য সচেতন হয়েছে। এ কারণেই আমরা এই নাম দুটো নিয়ে ভাবছিলাম। হাসপাতালের কর্মীরা আমার মেয়েকে ‘করোনা’ এবং ছেলেকে ‘কোভিড’ নামে ডাকতে শুরু করলে অবশেষে আমরাও সিদ্ধান্ত নিই যে, ভাইরাসের নামেই ওদের নামকরণ হবে।’
ডা. বি আর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শুভ্র সিং জানান, শিশুদের মা বেশ জটিল অবস্থায় হাসপাতালে পৌঁছেছিলেন। সফলভাবে যমজ সন্তান প্রসবের বিষয়টি বেশ কঠিন হয়ে উঠেছিল। বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছেন।
Comments