পণ্যবাহী গাড়িতে যাত্রী, কারাগারে একজন
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে, পণ্যবাহী গাড়িতে যাত্রী তুলে দিয়ে কমিশন নেওয়ার সময় মানিকগঞ্জে পুলিশের হাতে আটক এক যুবককে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে লালন শেখকে আটক করে পুলিশ। এরপর, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন তাকে কারাদণ্ড দেন।
মানিকগঞ্জ সদর থানা পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে গত ২৬ মার্চ থেকে যাত্রীবাহী পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মালবাহী গাড়িতেও যাত্রী পরিবহন নিষেধ রয়েছে।
এই নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে মালবাহী গাড়িতে যাত্রী বহন করার ব্যবস্থা করে দিয়ে আর্থিক সুবিধা নিচ্ছিলেন ওই ব্যক্তি।
Comments