উপসর্গ না থাকলেও করোনা পরীক্ষার সিদ্ধান্ত অস্ট্রিয়ার
করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ না থাকলেও ঝুঁকিতে থাকা প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া।
সিএনএন জানিয়েছে, অস্ট্রিয়ায় করোনা বিস্তারের প্রকৃত চিত্র সম্পর্কে জানতে সবখানে ‘র্যান্ডম স্যাম্পল টেস্ট’ চালু করা হয়েছে।
এর আগে দেশটিতে কেবল করোনার উপসর্গ আছে, এমন অসুস্থ ব্যক্তিদের পরীক্ষা করা হতো। সম্প্রতি অস্ট্রিয়ার সরকার সবাইকে পরীক্ষার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘মোট জনসংখ্যার কত শতাংশ করোনায় আক্রান্ত হচ্ছেন, তা জানতে “র্যান্ডম স্যাম্পল টেস্ট” চালু করা হয়েছে। এর মাধ্যমে করোনার বিস্তার ঠেকানো যাবে। প্রতিদিন প্রায় ২ হাজার মানুষকে র্যান্ডম টেস্ট করা হচ্ছে।’
উপসর্গ না থাকলেও নিয়মিতভাবে কয়েকটি নির্দিষ্ট গ্রুপকে (স্বাস্থ্য কর্মকর্তা, নার্স ও সুপারশপের কর্মী) নমুনা পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত অস্ট্রিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১৭১ জন এবং মারা গেছেন ১৫৮ জন।
Comments