আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে স্পেন
করোনাভাইরাস মহামারিতে আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাড়িয়েছে স্পেন। গত ২৪ ঘণ্টায় স্পেনে প্রায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯৩২ জন।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, স্পেনে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭১০ জন। ইউরোপের আরেক দেশ ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৪২ জন।
যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬৫৮ জন। এর পরেই করোনা মহামারিতে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ স্পেন।
গত সপ্তাহে স্পেনে লকডাউনের ব্যাপারে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। কেবল স্বাস্থ্য ও জরুরি সেবায় নিয়োজিত কর্মী ছাড়া আর কেউ যাতে রাস্তায় না নামে, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৪ মার্চ প্রাথমিকভাবে স্পেনে ১৫ দিনের লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তীতে ১২ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময় বাড়ানো হয়েছে। স্পেন কর্তৃপক্ষ জানায়, লকডাউনের সময় আরও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।
Comments