চট্টগ্রামে ৩ চিকিৎসকসহ ১৮ জন হোম কোয়ারেন্টিনে
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে যাওয়ায় একটি বেসরকারি হাসপাতালের ৩ চিকিৎসক এবং নার্স, ওয়ার্ড বয়সহ ১৫ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পরীক্ষার জন্য এই ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।’
এর আগে, গতকাল চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৬৭ বছর বয়সী একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি গত ২ এপ্রিল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হাসান শাহরিয়ার কবির।
সূত্র জানায়, করোনা আক্রান্ত ওই রোগীর সংস্পর্শে যাওয়ায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের ওই ৩ চিকিৎসক এবং নার্স, ওয়ার্ড বয়সহ ১৫ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
Comments