চিড়িয়াখানায় ঢুকে হরিণ খেয়ে ফেললো ক্ষুধার্ত কুকুর
রাজশাহী চিড়িয়াখানায় ঢুকে চারটি হরিণ মেরে ফেলেছে এক দল কুকুর। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে। রাজশাহী সিটি করপোরেশন চিড়িয়াখানাটি দেখভাল করে।
করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বলেন, দিনের আলো ফোটার পরপরই পাঁচটি কুকুর হরিণের শেডে প্রবেশ করে। হরিণের শেডে কাজ চলছিল, বেড়ার সামান্য অংশ খোলা ছিল। সেদিক দিয়েই কুকুরগুলো ভেতরে ঢোকে। কুকুরগুলো প্রথমে হরিণের তিনটি বাচ্চাকে মেরে ফেলে। মা হরিণ বাচ্চাগুলোকে বাঁচাতে ছুটে আসে। তখন কুকুরগুলো মা হরিণকেও মেরে ফেলে। বাচ্চা হরিণ তিনটির বেশির ভাগ অংশই খেয়ে ফেলেছিল কুকুরগুলো। মা হরিণের কিছু অংশ খেয়ে ফেলে। চিড়িয়াখানার কর্মচারীরা বিষয়টি টের পেলে কুকুরগুলোকে চিড়িয়াখানা থেকে বের করে দেয়।
রাস্তার কুকুরগুলো অধিকাংশই আজকাল ক্ষুধার্ত থাকছে। করোনাভাইরাসের কারণে শহরের সব রেস্টুরেন্টই বন্ধ। সেখানকার উচ্ছিষ্ট খেয়েই ওরা বেঁচে থাকে। এটা একটি দুর্ঘটনা, বলেন সমর পাল।
এ ব্যাপারে চিড়িয়াখানার কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। চিড়িয়াখানায় মোট ৭৫টি হরিণ ছিল। এর মধ্যে গত তিন মাসে ১৫টি চিড়িয়াখানাতেই জন্মেছে।
Comments