করোনা সন্দেহে ঢাকায় চিকিৎসাধীন যুবক পালিয়ে যশোরে
করোনায় আক্রান্ত সন্দেহে ঢাকায় চিকিৎসাধীন এক যুবক পালিয়ে যশোরের মণিরামপুর উপজেলায় আশ্রয় নিয়েছেন। আজ শনিবার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ওই যুবক ঢাকায় আফতাব হজ্জ্ব গ্রুপের গাড়ি চালাতেন। হজ যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়া ছিল তার কাজ। বসবাস করতেন মিরপুর এলাকায় প্রতিষ্ঠানটির মালিকের বাড়িতে। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মিরপুরে এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর ওই এলাকার কয়েকটি বাড়ি লকডাউন করে প্রশাসন। করোনার উপসর্গ থাকায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তিনি পালিয়ে এসেছেন।
গতকাল উপজেলা নির্বাহী অফিসার তার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু ওই যুবক বাড়িতে ছিলেন না। সন্ধ্যায় জানা যায়, তিনি বিজয়রামপুরে মামার বাড়িতে আশ্রয় নিয়েছেন। দুপুরে জুমার নামাজের সময় টেংরামারী জামে মসজিদে ঘোষণা দিয়ে গ্রামবাসীদের সতর্ক করে দেওয়া হয়েছে। বিকালে গ্রাম পুলিশ ওই যুবকের বাড়িটিতে লাল পতাকা টানিয়ে দেয় বলে জানান শুভ্রা রানী দেবনাথ।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী বলেন, ছেলেটিকে এখনো পাওয়া যায়নি। আমরা খোঁজ রাখছি।
Comments