ভারত থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৫
করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করায় ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আটকে পড়া আরও ৩৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শনিবার সকালে বিশেষ ব্যবস্থাপনায় বেনাপোল বন্দর হয়ে তারা দেশে আসেন।
শরীরের তাপমাত্রা বেশি থাকায় এদের মধ্যে ৫ জনকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে নেওয়া হয়েছে। এদের মধ্যে যশোরের একজন, মাগুরার একজন, গোপালগঞ্জের দুই জন ও খুলনায় একজনের বাড়ি।
বেনাপোলে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, বাকি ৩০ জনেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। করোনার উপসর্গ না থাকলেও সতর্কতার অংশ হিসেবে তারা ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, ভারত থেকে যারা ফিরে এসেছেন তাদের বাড়ি বিভিন্ন জেলায়। তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে প্রত্যেকের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল ফোন নম্বর রাখা হয়েছে। সংশ্লিষ্ট জেলায় সেসব তথ্য পাঠিয়ে দেওয়া হবে।
গতকাল বিশেষ ব্যবস্থায় ৮১ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে ফিরে আসেন।
Comments