করোনা সহায়তা

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ১০০ মিলিয়ন ডলার

বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাংক অগ্রাধিকার ভিত্তিতে ১০০ মিলিয়ন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে। এই অর্থ সারা দেশে কোভিড-১৯ শনাক্ত ও চিকিৎসার জন্য নির্বাচিত স্বাস্থ্যকেন্দ্র ও পরীক্ষাগারগুলো উন্নত করার পাশাপাশি করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।
World Bank logo

বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাংক অগ্রাধিকার ভিত্তিতে ১০০ মিলিয়ন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে। এই অর্থ সারা দেশে কোভিড-১৯ শনাক্ত ও চিকিৎসার জন্য নির্বাচিত স্বাস্থ্যকেন্দ্র ও পরীক্ষাগারগুলো উন্নত করার পাশাপাশি করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মের্সি টেম্বন বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এই প্রকল্প কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। তা ছাড়া, কার্যকর নজরদারি ও পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্য সরঞ্জাম, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও ভেন্টিলেটর নিশ্চিত করতে সহায়তা করবে।’

রোগী ও চিকিৎসাকর্মীদের ঝুঁকি কমাতে এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা ও হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য গাইডলাইন তৈরি এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে সহায়তা করবে। এ ছাড়া, সামাজিক দূরত্ব ও উন্নত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচারণায় সরকারের সহায়ক হবে।

প্রকল্পটি অর্থায়ন করা হয়েছে দরিদ্র দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)’ তহবিল থেকে। বিশ্বব্যাংক গ্রুপের কোভিড-১৯ ফাস্ট ট্র্যাক সুবিধার মাধ্যমে এই অর্থায়ন করা হচ্ছে। এই অর্থ পরিশোধে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরের সময় পাবে বাংলাদেশ।

 

Comments

The Daily Star  | English

BNP's meet with interim govt: Roadmap for polls sought

The party also places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt, removal of 'partisan judges'

5h ago