করোনা ঝুঁকি নিয়েই শিল্পাঞ্চলে ফিরছেন শ্রমিকরা

Savar_Garments_Worker
আগামীকাল থেকে পোশাক কারখানা চালু হবে। যে কারণে ঢাকায় ফিরতে শুরু করেছেন পোশাক কারখানার কর্মীরা। ছবি: স্টার

করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি উপেক্ষা করেই শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। আজ শনিবার সকালে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা যায়, সড়কে গণপরিবহন না থাকায় ট্রাক ও পিকআপ ভ্যানে দলে দলে মানুষ ঢাকায় আসছেন। তাদের অধিকাংশই পোশাক শ্রমিক।

কয়েকজন শ্রমিক বলেন, করোনাভাইরাসের কারণে পোশাক কারখানা ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। আগামীকাল থেকে কাজে যোগ দিতে হবে। তাই কষ্ট করে হলেও ফিরতে হচ্ছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ দ্য ডেইলি স্টারকে বলেন, কারখানা খোলা থাকলে শ্রমিকদের যেতে হবে। আমাদের নির্দেশনা হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সচেতন করা।

এ প্রসঙ্গে আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ট্রাক বা পিকআপ ভ্যানে যাত্রী পরিবহন করলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments