করোনাভাইরাস

নিউইয়র্কে আরও ৬ জনসহ ১৫ দিনে যুক্তরাষ্ট্রে ৬৩ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। দেশটিতে গত বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ১ হাজার ৪৮০ জন মারা গেছেন বলে জানিয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটি।
HEALTH-CORONAVIRUS-USA.jpg
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। দেশটিতে গত বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে ১ হাজার ৪৮০ জন মারা গেছেন বলে জানিয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটি।

এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে মারা গেছেন ৬ জন বাংলাদেশি। ব্রুকলিনে ২ জন, কুইন্সে ৩ জন ও ব্রেঙ্কসে ১ জন। এর আগের ২৪ ঘণ্টায় মারা যান ৫ জন বাংলাদেশি।

নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও জ্যাকশন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রে মোট বাংলাদেশি মারা যাওয়ার সংখ্যা দাঁড়াল ৬৩ জনে। এর মধ্যে নিউ ইয়র্কে ৫৩ জন, নিউ জার্সিতে ৫ জন এবং মিশিগানে ৫ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ২ লাখ ৭৭ হাজার ৯৫৩ জন। মারা গেছেন ৭ হাজার ১৫২ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৮৬৩ জন।

আরও পড়ুন:

করোনায় গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও ৭, মিশিগানে ১ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে করোনায় ২৪ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে করোনায় ১০ বাংলাদেশির মৃত্যু

করোনায় নিউইয়র্কে ৫ বাংলাদেশির মৃত্যু

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

1h ago