পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভিড়
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক দূরত্বের ওপর জোর দেওয়া হলেও পাটুরিয়া ফেরিঘাটে উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ শনিবার ফেরিঘাটে গিয়ে দেখা যায়, শত শত মানুষ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তাদের অধিকাংশই পোশাক কারখানায় কাজ করেন।
কয়েকজন শ্রমিক দ্য ডেইলি স্টারকে বলেন, আগামীকাল থেকে পোশাক কারখানা চালু হবে। তাই যেভাবেই হোক আজ ঢাকায় ফিরতে হবে। কাজে না গেলে চাকরি থাকবে না।
মানিকগঞ্জ জেলার প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেন বলেন, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিয়েও তাদের ঠেকানো যাচ্ছে না।
Comments