কক্সবাজারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় এক গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর সহায়তায় ওই গৃহবধূকে উদ্ধার করে অভিযুক্ত দুই ধর্ষককে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স’মিল এলাকায় এ ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, গত ২ এপ্রিল রাতে উপজেলার খুটাখালী থেকে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ভুক্তভোগী গৃহবধূ। সে সময় হাসপাতাল সংলগ্ন সড়ক থেকে অভিযুক্ত দুই যুবক তাকে মুখ চেপে ধরে ছিকলঘাট স’মিল এলাকার একটি বাসায় নিয়ে যায়। পরে দুইজন মিলে রাতভর ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
গতকাল দুপুর ১টার দিকে ধর্ষণের শিকার গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা বিষয়টি চকরিয়া থানার পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার এবং দুই অভিযুক্তকে আটক করে।
ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ানস্টপ ত্রুাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ছাড়া, গ্রেপ্তার দুই জনকে আজ আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments