সাগরলতা ও লাল কাঁকড়া সংরক্ষণ করবে সরকার

সৈকতে সাগরলতা ও লাল কাঁকড়া। ছবি: স্টার

মানুষের পদচারণা বন্ধ হওয়ার সুযোগে প্রায় দুই দশক পর ফিরে আসা ‘সাগরলতা’ যার ইংরেজি নাম ‘মর্নিং বিচ গ্লোরি’ ও ‘লাল কাঁকড়া’ সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে সরকার। সৈকতের বাস্তুতন্ত্রের এই দুই গুরুত্বপূর্ণ সদস্যকে রক্ষা করতে পাইলট প্রকল্প হাতে নিচ্ছে কক্সবাজার জেলা প্রশাসন।

এ বিষয়ে করণীয় ঠিক করতে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন গতকাল শুক্রবার কক্সবাজারের সৈকতের দরিয়ানগর এলাকা পরিদর্শনে যান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, পর্যটক নিষেধাজ্ঞার সময়ে সৈকতে মানুষের পদচারণা কমে এসেছে। সে সুযোগে সাগরলতা ফিরে এসেছে দেখে সত্যিই অভিভূত হয়েছি। তাই আমরা এটাকে সংরক্ষণের উদ্যোগ হাতে নিচ্ছি।

তিনি বলেন, দরিয়ানগর থেকে ইনানী পর্যন্ত সৈকতের এক কিলোমিটারজুড়ে প্রাথমিকভাবে সাগরলতা সংরক্ষণে একটা পাইলট প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে আমরা লাল কাঁকড়া ও সংরক্ষণ করব যাতে সৈকতের সুস্থ বাস্তুতন্ত্র ফিরে আসে।

জেলা প্রশাসন থেকে শুরুতে ‘প্রকৃতি সংরক্ষণ কমিটি’ গঠন করে দেওয়া হবে বলে জানান তিনি। সাগরলতা সংরক্ষণের বিষয়টি দেখভাল করবে ওই কমিটি।

তিনি বলেন, পর্যটক ও স্থানীয়দের সচেতন করতে সাগরলতা ও লাল কাঁকড়ার গুরুত্ব বর্ণনা করে সংরক্ষিত এলাকায় সাইনবোর্ড স্থাপন করা হবে। ধাপে ধাপে পুরো সৈকতজুড়ে পর্যটক নিয়ন্ত্রণের বিষয়টি ভাবা হচ্ছে বলেও জানান তিনি।

প্রকৃতি সংরক্ষণ কর্মী ও সাংবাদিক আহমদ গিয়াস দ্য ডেইলি স্টারকে বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল সাগরলতা সংরক্ষণের বিষয়টি। অবশেষে এটা বাস্তবায়নে এগিয়ে এসেছে কক্সবাজার জেলা প্রশাসন। এ জন্য তাদের ধন্যবাদ।

আরও পড়ুন: 

কোলাহলশূন্য সৈকতে ফিরছে ‘সাগরলতা’

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago