পদ্মায় ভেসে উঠলো যুবকের মরদেহ, নিখোঁজ আরও ১
চাঁদপুর-শরীয়তপুর সীমানায় পদ্মা নদীতে নিখোঁজ আল আমিন দেওয়ান (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে পদ্মা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
ভোররাতে দুটি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষ হলে আল আমিন দেওয়ান (২২) ও আল আমিন হাওলাদার (২৮) নিখোঁজ হন। রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, তাদের দুজনের বাড়িই আমার ইউনিয়নের জাহাজমারা এলাকায়। আল আমিন হাওলাদারের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিম উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ যুবকের সন্ধান করা হচ্ছে।
Comments