অভুক্ত কুকুরের পাশে মানবিক যুবক

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশে চলছে সাধারণ ছুটি। সরকারি নির্দেশনা মেনে গৃহবন্দি মানুষ। এদিকে, খাবার না পেয়ে কয়েক দিন যাবত প্রায় অভুক্ত রাস্তার কুকুরগুলো।
ছবি: স্টার

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশে চলছে সাধারণ ছুটি। সরকারি নির্দেশনা মেনে গৃহবন্দি মানুষ। এদিকে, খাবার না পেয়ে কয়েক দিন যাবত প্রায় অভুক্ত রাস্তার কুকুরগুলো।

অভুক্ত এ প্রাণিদের পাশে দাঁড়িয়েছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সুমন বাবু। প্রতিদিন নিজ খরচে বাড়িতে খাবার রান্না করে উপজেলা সদরের বিভিন্ন স্থানে কলা পাতায় কুকুরদের খাবার দিচ্ছেন তিনি।

এ কাজে তাকে সহায়তা করছেন তার তিন বন্ধু। সুমনের বন্ধু ফারদিন, সিহাব, রিদওয়ান জানান, প্রথমে কুকুরকে খাওয়ানোর কথা শুনে অবাক হয়েছিলাম। পরে তার ভাবনাটি মানবিক ও মহৎ মনে হওয়ায় আমরা তাকে সহায়তা করছি। এ কাজে সুমনকে সাহায্য করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে।

সুমন জানান, অভুক্ত মানুষের পাশে সরকার ও বেসরকারি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু অভুক্ত কুকুরদের খাবার দেওয়ার কেউ নেই।

সেই চিন্তা থেকে তিনি প্রতিদিন ৫ কেজি চালের খিচুড়ি রান্না করে ২৫ থেকে ৩০টি কুকুরকে কয়েকদিন ধরে খাওয়াচ্ছেন। তবে বেকার হওয়ায় কুকুরদের খাবার সংস্থান করা কষ্টকর হয়ে পড়েছে বলেও জানান সুমন।

এসব প্রাণিদের পাশে সব এলাকার মানুষকে এগিয়ে আসার আহ্বান তার।

 

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

1h ago