করোনাভাইরাসে আক্রান্ত বার্সার সহ-সভাপতি

স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি।
jordi cardoner
ছবি: বার্সেলোনা ওয়েবসাইট

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের জনপ্রিয় ক্লাব বার্সেলোনার সহ-সভাপতি জর্দি কার্দোনার। কয়েক দিন আগে পরীক্ষায় তার শরীরে ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে বলে জানিয়েছে দেশটির বেশ কয়েকটি ক্রীড়া বিষয়ক গণমাধ্যম।

শনিবার মার্কা ও এএস তাদের প্রতিবেদনে বলেছে, কার্দোনার করোনাভাইরাসে আক্রান্ত। তবে এ বিষয়ে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। গণমাধ্যম দুটি আরও বলেছে, ৫৭ বছর বয়সী কার্দোনারকে নিয়ে শঙ্কা নেই, বেশ দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।

এ নিয়ে কাতালান ক্লাবটির মোট তিন জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন। এর আগে মেডিকেল সার্ভিসের পরিচালক রামোন কানাল ও চিকিৎসক জোসেপ আন্তোনি গুতিয়েরেজ করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে দলটির কোনো খেলোয়াড়ের শরীরে ভাইরাসের সংক্রমণের কথা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা দুনিয়া। স্পেনের অবস্থা ভয়াবহ। এ পর্যন্ত, দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ২৪ হাজার ছাড়িয়ে গেছে, মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ। ইউরোপের মধ্যে সেখানেই সবচেয়ে বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে।

Comments