কাবিখার ৫৫৫ বস্তা চাল জব্দ, আটক ১
যশোরের মণিরামপুর উপজেলায় সরকারি গুদাম থেকে পাচার হওয়া চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার রাতে পৌর এলাকার বিজয়রামপুরের ভাই ভাই রাইস মিলের গুদাম থেকে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের ৫৫৫ বস্তা চাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী ওই চালকলে অভিযান পরিচালনা করেন। সরকারি চাল মজুদ করায় চালকলের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে।
মণিরামপুর থানার উপপরিদর্শক তপন কুমার সিংহ বলেন, ‘দুপুরে আমরা সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকে করে চাল পাচারের খবর পাই। বিজয়রামপুরের ভাই ভাই রাইস মিলের গোডাউন থেকে চাল উদ্ধার করা হয়। সরকারি চাল পরিবহনে ব্যবহৃত ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৬-০০২৭) জব্দ করা হয়।’
রাইস মিলের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খাদ্য গুদাম থেকে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের ৩৭ মেট্রিক টন চাল আমরা তিন জন মিলে ৩০ টাকা দরে কিনেছি। আমার সঙ্গে মণিরামপুর রাইস মিল মালিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম ও জগদীশ নামে আরেক ব্যবসায়ী রয়েছেন। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন করে গুদাম থেকে চাল সরাতে বলেন। আমি ট্রাকে করে ৩০ কেজির ৫৫৫ বস্তা (১৬ মেট্রিক টন) চাল তুলে আমার গোডাউনে এনেছিলাম। তখন পুলিশ এসে চাল আটক করে।’
মণিরামপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মুন্নার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলছি।’
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ‘আমরা চালভর্তি ট্রাক জব্দ করেছি। রাইস মিলের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে আটক করেছি। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী বলেন, ‘পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তা ছাড়া আমরা আলাদা একটি কমিটি করে তদন্ত করবো।’
Comments