মর্গে জায়গা ফুরিয়ে আসছে নিউইয়র্কে

করোনাভাইরাস মহামারিতে সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আজ রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১২ হাজার ১৪৬ জনে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৯৯ জন। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৯৭ জন।
refrigerated-trucks-nyc-reuters-1.jpg
অস্থায়ী মর্গ হিসেবে নিউইয়র্ক সিটির র‌্যান্ডালস আইল্যান্ডের আইকান স্টেডিয়ামের পার্কিং স্পটে রেফ্রিজারেটেড ট্রাকগুলো বসানো হতে পারে।। ছবি: রয়টার্স

করোনাভাইরাস মহামারিতে সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আজ রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১২ হাজার ১৪৬ জনে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৯৯ জন। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৯৭ জন।

দেশটিতে গতকাল একদিনেই ১ হাজার ২২৪ জন মারা গেছেন বলে জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে জানিয়েছে সিএএএন।

সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের। এই রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ২ হাজার ৬২৪ জন।

এর মধ্যেই নিউইয়র্ক শহরের মর্গগুলোতে জায়গা ফুরিয়ে আসছে বলে জানিয়েছে মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।

এবিসি নিউজ জানায়, মার্কিন সামরিক বাহিনীর ৮৫টি রেফ্রিজারেটেড ট্রাক মৃতদেহ রাখার কাজে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময়ে ট্রাকগুলো প্রস্তুত করে হাসপাতাগুলোতে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, অস্থায়ী মর্গ হিসেবে নিউইয়র্ক সিটির র‌্যান্ডালস আইল্যান্ডের আইকান স্টেডিয়ামের পার্কিং স্পটে রেফ্রিজারেটেড ট্রাকগুলো বসানো হতে পারে।

Comments

The Daily Star  | English
Dhaka University suspends exams

DU bans all forms of politics on campus

Dhaka University Syndicate tonight decided to ban all forms of partisan politics by teachers, students and staff on the university campus until further notice

26m ago