করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে একজনকে প্রেপ্তার করেছে সাইবার পুলিশ ও সিআইডি।
arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে একজনকে প্রেপ্তার করেছে সাইবার পুলিশ ও সিআইডি।

সিআইডির সাইবার ক্রাইম ইউনিটের অ্যাডিশনাল এসপি খাইরুল আলম জানান, গতকাল সাইবার পুলিশ, সিআইডির একটি দল, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আবু বকর সিদ্দীকি নামের এক আইনজীবীকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যাংক এনজিওর ৬ মাসের লোনের কিস্তি স্থগিত’ সংক্রান্ত পোস্ট, ‘করুণার মাত্রা এতটাই ভয়াবহ যার জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে মানুষ’ সংক্রান্ত ভিডিও, ‘ইয়া রাব্বুল আলামিন উনাকে হেদায়েতসহ সুস্থ করে দিন। বিঃ দ্রঃ ওবায়দুল কাদের করুনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি’ সংক্রান্তে একাধিক ভিডিও এবং ‘তোমাদের আইনের পোশাক দেওয়া হয়েছে জনগণের জানমাল রক্ষা করার জন্য… জনগণের জানমাল ছিনিয়ে নেওয়ার জন্য নয় (পুলিশের পুরাতন একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো)’ সংক্রান্ত একটি পোস্ট ছাড়াও অনেক মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছে।’

আবু বকর সিদ্দীকির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে যেকোনো ধরনের গুজবসহ যেকোনো সাইবার অপরাধের তথ্য সিআইডির সাইবার পুলিশকে জানানোর অনুরোধ করা হচ্ছে।’

Comments

The Daily Star  | English

Dhaka's rail link with most of Bangladesh snapped after derailment in Tejgaon

Railway operation between Dhaka and most of the country was suspended after a train derailed hitting a crane in the Tejgaon area in the capital this evening.

1h ago