চাঁদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

rape-logo-1.jpg
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২৩ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম খান বলেন, গতকাল সন্ধ্যায় নবম শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। সে সময় গ্রামবাসী এক যুবককে হাতেনাতে ধরে আমার কাছে নিয়ে আসে। আমি থানায় জানালে পুলিশ ওই যুবককে আটক করে। গ্রামবাসী জানিয়েছে, এ ঘটনায় তিন যুবক জড়িত ছিল। তাদের মধ্যে একজন মোবাইল ফোনে ধর্ষণের ঘটনার ভিডিওচিত্র ধারণ করেছে।

মো. নাছিম উদ্দিন আরও বলেন, মেডিকেল পরীক্ষার জন্য ওই ছাত্রীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

8m ago