সন্দেহভাজন করোনা রোগীর মৃত্যু, ৭টি বাড়ি লকডাউন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৭টায় উপজেলার চক্রতলায় ওই রোগীর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শাহীনুর আলম বলেন, ‘তিনি কয়েক দিন আগেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসেছিলেন সর্দি, কাশি ও গলা ব্যথা নিয়ে। এরপর তিনি সুস্থ ছিলেন। হঠাৎ শনিবার রাতে তার ডায়রিয়া ও গলাব্যথা শুরু হয়।’
তিনি আরও বলেন, ‘তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
দাউদকান্দির উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, ‘ওই রোগীর সংস্পর্শে আসতে পারেন জন্য মৃত ব্যক্তির বাড়িসহ সাতটি বাড়ি লকডাউন করা হয়েছে।’
Comments