লালমনিরহাটে ২ যুবক আইসোলেশনে
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে লালমনিরহাট সদর হাসপাতালে এক যুবক ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেক যুবককে আইসোলেশনে নেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাতে লালমনিরহাট শহরের এক যুবক (২৫) জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে এলে পর্যবেক্ষণের জন্য চিকিৎসকরা তাকে আইসোলেশনে পাঠান। কিছুদিন আগে তিনি গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে কয়েকদিন থেকে নিজ বাড়িতে এসে জ্বর, সর্দি ও কাশির সমস্যায় ভুগছিলেন।
ঢাকায় একটি এনজিওতে কর্মরত থাকা অবস্থায় জ্বর, সর্দি ও কাশিতে ভোগেন লালমনিরহাটের কালীগঞ্জের আরেক যুবক (২৮)। বাড়িতে ফিরে কাশির সমস্যা নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকরা তাকে আইসোলেশনে পাঠান।
লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জ্বর, সর্দি ও কাশি থাকায় লালমনিরহাট সদর হাসপাতালে এক যুবক ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেক যুবককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা করার পরে নিশ্চিত হওয়া যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত কি না।’
Comments