এখনো করোনা সংক্রমণের খবর জানায়নি যেসব দেশ

John Hopkins University-1.jpg
বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে করোনাভাইরাস আক্রান্তের হার (লাল বৃত্ত)। ছবি: জনস হপকিন্স ইউনিভার্সিটি ওয়েবসাইট

চীনে গত বছরের ১৭ নভেম্বর প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিল। কিন্তু সে তথ্য অনেক দিন গোপন রাখা হয়। গত ১২ জানুয়ারি পর্যন্ত চীনের বাইরে আর কোন দেশে পাওয়া যায়নি এ ভাইরাস।

এরপর গত ১৩ জানুয়ারি থাইল্যান্ডে ধরা পরে করোনাভাইরাস। পরে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র, এভাবে একে একে বর্তমানে বিশ্বের প্রায় ১৮১টি দেশ ও অঞ্চলে পৌঁছে গেছে করোনাভাইরাস।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি জানাচ্ছে, জাতিসংঘের সদস্য দেশ আছে ১৯৩টি। এর মধ্যে গত দুই এপ্রিল পর্যন্ত বিশ্বের ১৮টি দেশ কোনো করোনা সংক্রমণের খবর জানায়নি।

দেশগুলো হলো- উত্তর কোরিয়া, কোমোরোস, কিরিবাতি, লেসোথো, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সামোয়া, সাও টোমে এন্ড প্রিন্সিপে, সলোমন আইল্যান্ডস, দক্ষিণ সুদান, তাজিকিস্তান, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু, ভানুয়াতু এবং ইয়েমেন।

তবে বিশেষজ্ঞদের ধারণা এর মধ্যে কোন কোন দেশে হয়তো করোনার সংক্রমণ ঘটেছে, কিন্তু তা ধরা পড়েনি বা প্রকাশ করা হচ্ছে না। যেমন: উত্তর কোরিয়া ও যুদ্ধকবলিত দেশ ইয়েমেনে সংক্রমণের ঘটনা শূন্য বলে দাবি করছে সরকার।

যদিও বিশ্বের বিভিন্ন দেশে একটি-দুটি করে সংক্রমণের ঘটনা ক্রমে শত, হাজার ও লাখে পরিণত হচ্ছে। মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, হাসপাতালগুলোতে উপচে পড়ছে রোগীর ভিড়।

আজ রোববার পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৪ হাজার ২৪৬ জনে। মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৮৪৯ জনের।

সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। সেখানে ইতোমধ্যে ৩ লাখ ২ হাজার ২৪৫ জন আক্রান্ত হয়েছেন। সর্বোচ্চ প্রাণ হারিয়েছেন ইতালিতে ১৫ হাজার ৩৬২ জন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago