ভারত থেকে থেকে এলো ১২শ মেট্রিক টন পাটের বীজ
সরকারি স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থার মাধ্যমে ভারত থেকে এক হাজার দুইশ মেট্রিক টন পাটের বীজ আমদানি করা হয়েছে। বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ডিডি) মাহফুজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে এগুলো আমদানি করা হয়।
করোনাভাইরাস প্রার্দুভাব মোকাবিলায় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর গত ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। ফলে, বাংলাদেশে আমদানির আগে এগুলো ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে ১৩ দিন আটকা ছিল।
বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, ‘সরকারি স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করে। এরপর সামাজিক দূরত্ব বজায় রেখে খালাস করা হয়।’
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) সোমেন কুমার চাকমা বলেন, ‘জরুরি বৈঠক শেষে গতকাল পাটবীজের ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করে।’
Comments